সুবিস্তৃণ সবুজ মাঠ গাছ-গছালী, নদী-নালা, খাল-বিল,অপার সৌন্দযমন্ডিত ৭৩৫.০৯ বগকিলোমিটার আয়তনবিশিষ্ট ছোট্ট একটি জেলা ঝালকাঠি।১৯৮৪ সাল থেকে বাংলাদেশের মানচিত্রে এ জেলাটি উজ্জ্বল নক্ষত্রের মত বিরাজ করছে।মাঠ পযায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাযক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়। জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে সংঙ্গায়িত করা হয়েছে।যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের দেশের আথ-সামাজিক উন্নয়ন সম্পৃক্ত করে তাদের স্বাবলম্ভী করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করছে।যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি জেলা কাযালয় ১৯৯৫ সালে সৃষ্টির শুরু থেকেই সে লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ ও গৃহীত কাযক্রম বাস্তবায়ন করে আসছে।যুব সমাজকে সূশৃংঙ্গল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়া সম্পৃক্তকরণ।সঠিক দিক-নির্দেশনা প্রদান এবং জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কমসূচি চাল রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS