Top of Form
Bottom of Form
সিটিজেন চার্টার
ভূমিকাঃ-
যুব সমাজ যে কোন দেশের মূল চালিকা শক্তি। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশে নির্ভর করে। যুব সম্প্রদায়কে যুব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যেই যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে আসছে।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। জাতীয় যুবনীতি অনুসারে দেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সে হিসেবে দেশের জন সংখ্যার এক-তৃতীয়াংশ যুব। যার আনুমানিক সংখ্যা প্রায় ৫ কোটি। সে হিসেবে ঝালকাঠি জেলার প্রায় ২.৫ লক্ষ যুবক ও যুব মহিলা। জন সংখ্যার ক্রমবৃদ্ধি ও দারিদ্রতার কারণে যৌথ পরিবারগুলো ক্রমান্বয়ে ভেঙ্গে ছোট ছোট বিত্তহীন ও বিচ্ছিন্ন পরিবারে পরিণত হচ্ছে, বাড়ছে বাড়ী ঘরের সংখ্যা, কমছে জমির পরিমাণ,বিলুপ্ত হচেছ বংশীয় পেশা। অসহায় হয়ে পড়ছে পরিবার প্রধান। আগের মত পরিবার প্রধান পরিবারের বেকার যুবদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করতে পারছেন না। নিজের দায়িত্ব নিজের উপর অর্পিত হওয়ায় বেকার যুবদের বেড়েছে ব্যাপক কর্মপ্রত্যাশা। এই কর্মপ্রত্যাশী বেকার যুব এবং অসহায় পরিবারকে সংগঠিত ও উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি জেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
* যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্যঃ
* অনুৎপাদনশীল যুব সমাজ কে সুসংগঠিত,সুশৃংখল এবং উৎপাদন মুখী শক্তিতে রুপান্তর করা; * *দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা।
* জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।
* যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দেশ্যঃ
১. |
উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্ম সংস্থান ও আত্ম কর্মসংস্থানে
নিয়োজিত করা সহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে সম্পৃক্ত করা। |
২. |
স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণ মুলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। |
৩. |
যুবদের দূর্যোগ ব্যবস্থাপনা,প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, বৃক্ষ রোপন, মাদক দ্রব্যের অপব্যবহার, সমাজ
বিরোধীকার্যকলাপ, এইচ,আই ভি/এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। |
৪. |
প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ সহায়তার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।
|
* যুব কার্যক্রমঃ-
(ক) বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি।
(খ) প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও যুব ঋণ কর্মসূচি।
(গ) দারিদ্র বিমোচন কর্মসূচি।
(ঘ) যুব নেতৃত্ব বিকাশের জন্য প্রশিক্ষণ কর্মসূচি।
(ঙ) যুব সংগঠন সমুহকে প্রতিবছর (পর্যায়ক্রমে) প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা।
(চ) সংগঠন সমুহ তালিকা ভুক্ত করা।
(ছ) নেট ওয়ার্ক জোরদারকরণ প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণ কর্মসূচি।
(জ) কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প।
*বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ(আবাসিক /অনাবাসিক):-
(ক) |
বেকার যুবদের বিভিন্ন বিষয়ে যেমন -কম্পিউটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং,
ইলেকট্রনিক্স,ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং,মৎস্যচাষ, পোশাক তৈরী, |
|
গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা ও কৃষি ইত্যাদি বিষয়ে বাস্তবমূখী প্রশিক্ষণ প্রদান। |
(খ) |
প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের লক্ষে ঋণ সুবিধা প্রদান |
(গ) |
সামাজিক কর্মকাণ্ডে যুবদের প্রশিক্ষণ গ্রহণ যেমনঃ- HIV/AIDS জনসংখ্যা নিয়ন্ত্রন,জীবন দক্ষতা, বাল্যবিবাহ,
পরিবার কল্যাণ, নিরাপদ পানি ইত্যাদি। |
(ঘ) |
স্থানীয় চাহিদার ভিত্তিতে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স প্রদান। |
*বিজ্ঞপ্তি →প্রধানকার্যালয় ও স্থানীয়ভাবে প্রকাশিত হয়ে থাকে।
* যোগাযোগঃ- উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বাসন্ডা, ঝালকাঠি।
* ফোন - ০৪৯৮-৬২৮৬০, মোবাইলঃ-০১৭১২৯০০২১৩।
* কার্যাবলীর সার সংক্ষেপঃ-
১. উদ্বুদ্ধকরণ
২. প্রশিক্ষণের বিভিন্ন ট্রেডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা
৩. প্রকল্প ভিত্তিক যুব ঋণ প্রদান
৪. কর্মচারীদের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর
৫. ৩য় ও ৪র্থ শ্রেনী কর্মচারীদের জেলার মধ্যে বদলী
৬. প্রসূতি ছুটি মঞ্জুর
৭. প্রশিক্ষণ (ভ্রাম্যমাণ ও প্রাতিষ্ঠানিক)
৮. প্রাতিষ্ঠানিক ঋণ মঞ্জুর
৯. সংগঠন তালিকা ভূক্তি করণ
*প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদিঃ-
সেবা সমূহঃ- প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ-
বাৎসরিক প্রশিক্ষণ পঞ্জিকা অনুসরন পূর্বক প্রাতিষ্ঠানিক বিভিন্ন ট্রেডে( ১মাস, আড়াইমাস, তিনমাস ও ৬মাস ) মেয়াদী প্রশিক্ষণ ও ভর্তি জেলা কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক সম্পন্ন হয়ে থাকে।
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ-
বাৎসরিক প্রশিক্ষণ পঞ্জিকা অনুসরণ পূর্বক অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ট্রেডে (৭/১৪/২১) দিন মেয়াদি প্রশিক্ষণ ও ভর্তি
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক সম্পন্ন হয়ে থাকে। ভ্রাম্যমান অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে কোর্স ফি এখন পর্যন্ত ধার্য নাই।
*নেটওয়ার্কিং প্রকল্পের প্রশিক্ষণঃ-
আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নবনব প্রযুক্তির উদ্ভাবনে পৃথিবীর উন্নত দেশগুলো যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন
আমরা তিমিরে বসে থাকতে পারিনা। আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে দক্ষতা অর্জন করে উন্নত দেশের সাথে তাল
মিলিয়ে জ্ঞানের সাগরে পদার্পণ করার মানসে বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে কর্মসূচি
ভিত্তিক নেটওয়ারকিং জোরদার করণ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্প গ্রহণ ভিশন ২০২১ সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
*প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে-
১। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সাথে সকল জেলা ও উপজেলার ইন্টারনেট সংযোগ স্থাপন
করা।
২। দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবক ও যুব মহিলাদেরকে ইন্টারনেট ও নেট ওয়ারকিং এর উপর প্রশিক্ষণ প্রদানের
মাধ্যমে আইটি সম্পর্কে দক্ষ করে তোলা।
৩। তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান মূলক আইটি প্রকল্প গ্রহন
করা।
৪। যুব ক্লাবের সদস্য/সদস্যদের জীবন দক্ষতা উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাব পরিচালনাসহ আত্মকর্মসংস্থান মূলক আইটি প্রকল্প
গ্রহনে উদ্বুদ্ধ করা।
৫। জাতি গঠন মূলককাজে যুব শক্তিকে ব্যবহার করে যুব সমাজের উন্নয়ন তথা জাতীয় উন্নয়ন সাধন করা।
*এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পঃ-
১। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে কর্মসূচি ভিত্তিক নেটওয়ারর্কিং জোরদারকরণ প্রকল্প; ২। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প; ৩। ইম্প্যাক্ট প্রকল্প। ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব রিসোর্সেস ফর পোভারটি এলিভিয়েশন থ্রু কম্প্রিহেনসিব টেকনোলজি
(ইমপ্যাক্ট) ২য় পর্ব;
৪। সি, ওয়াই, পি টেক প্রকল্প।
৫। ইম্পাওয়ারমেন্ট প্রকল্প।
*এ প্রকল্পের অধীনে অত্র জেলার অগ্রগতি নিম্নরূপ-
ক্রমিক নং |
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ |
প্রশিক্ষণের শিরোনাম |
মেয়াদ |
অংশগ্রহনকারী |
প্রশিক্ষণার্থীরসংখ্যা (প্রশিক্ষণ প্রাপ্ত) |
১ |
জেলা কার্যালয়, ঝালকাঠি। |
প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০১০ |
৭ দিন |
কর্মকর্তা/কর্মচারী |
৯০ জন |
২ |
জেলা কার্যালয়, ঝালকাঠি। |
বেসিক কম্পিউটার কোর্স (নেটওয়ারকিং জোরদার করণ প্রকল্প) (২০১১-২০১২) |
১০ দিন ও ১ মাস |
বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মচারী ও সংগঠনের প্রতিনিধী। |
কর্মকর্তা-কর্মচারী =৯১জন যুব সংগঠনের প্রতিনিধি =২৭৯জন মোট = ৩৭০ জন |
৩ |
জেলা কার্যালয়, ঝালকাঠি। |
প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০১১ |
২ দিন |
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা- উপজেলার সংগঠনের প্রতিনিধী। |
৫০ জন |
৪ |
উপজেলা কার্যালয় |
উপজেলা ভিত্তিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ |
২ দিন |
ক্লাবের মনোনীত সদস্য বৃন্দ |
২৮৮০ জন |
|
মোট |
|
|
|
৩৩৯০ জন |
*কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পঃ-
অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ সুবিধা গ্রামাঞ্চলে সম্প্রসারণ করে বেকার যুবদের কর্সংস্থান ও আত্মকর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে এপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বচর প্রতিটি উপজেলায় ৪৮০ জন বেকার যুবক ও যুবমহিলাকে স্থানীয় চাহিদার বিত্তিতে ৭/১৪/২১ দিন মেয়াদী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
*এ প্রকল্পের অধিনে অত্র জেলার অগ্রগতি নিম্নরূপঃ–
ক্রমিক নং |
উপজেলার নাম |
২০১৫ - ২০১৬ অর্থ বছরে অগ্রগতি |
শুরু হতে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত অগ্রগতি |
১ |
সদর |
২৪০ জন |
১৬৯৩ জন |
২ |
নলছিটি |
২৪০ জন |
১৭৩০ জন |
৩ |
রাজাপুর |
২৪০ জন |
১৬৬৬ জন |
৪ |
কাঠালিয়া |
২৪০ জন |
১৭৭০ জন |
|
মোট |
৯২০ জন |
৬৮৫৯ জন |
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত আগ্রহী বেকার যুবক ও
যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে ২ বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ন্যাশনাল
সার্ভিস নীতিমালা অনুমোদন করেছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৩য় পর্ব) এর আওতায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাধ্যমে
বাস্তবায়িত হচ্ছে। একর্মসূচীর আওতায় উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বেকার যুবক/যুব মহিলাদের
দশটি সুনিদিষ্ট মডিউলে তিনমাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতিগঠন মূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী
কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে।প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেক প্রশিক্ষণাথী দৈনিক ১০০ টাকা হারে প্রশিক্ষণভাতা এবং প্রশিক্ষনোত্তর অস্থায়ী
কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার পর দৈনিক ২০০ টাকা হারে কর্মভাতা পাচ্ছেন। ন্যাশনাল সার্ভিসে নিযুক্তির মেয়াদকাল সর্বোচ্চ ২(দুই) বছর
হবে। তবে এই নিয়োগ সরকারী চাকুরী পাওয়ার নিশ্চয়তা প্রদান করবেনা। ২ (দুই) বছর পূর্তির পূর্বে কেউ অন্যত্র চাকুরীতে যোগদানের
সুযোগ পেলে কর্মসূচি হতে অব্যহতি নিতে পারবে। কর্মের স্বীকৃতিসরুপ যুব উন্নয়ন অধিদপ্তর ন্যাশনাল সার্ভিস সম্পন্নকারী
যুবক/যুবমহিলাদেরকে অভিজ্ঞতার সনদ প্রদান করবে। ন্যাশনাল সার্ভিস সম্পন্নকারী যুবক/যুবমহিলা কর্মকাল সমাপনান্তে
দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ থাকা সাপেক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরেরর ঋণ সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে। পর্যায়ক্রমে এ কর্মসূচী দেশের
সকল জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। এতে আবেদন পত্র পাওয়া গিয়াছে ১১৬৪ টি। ৯৪৭ জনের মধ্য থেকে ৩ মাস মেয়াদী
প্রশিক্ষণ শেষে ৮৯৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মে সংযুক্ত করা হয়।
*ইম্প্যাক্ট প্রকল্পঃ-
এই প্রকল্পের মাধ্যমে যুব পরিবারে বায়োগ্যাস প্লাণ্ট পস্থাপন, তৈরী ও সহায়তা করা হয়ে থাকে। পরিবারের পশু পালনের জন্য ঋণ সুবিধা
দেওয়া হয়ে থাকে। জেলার নলছিটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত ৪টি সভায় ১০০ জনকে উদ্বুদ্ধ করা হয়েছে ও ১০০
জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৯টি বায়োগ্যাস প্লাণ্ট নির্মাণ করা হয়েছে।
*সি, ওয়াই, পি-টেক প্রকল্পঃ-
এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের উপজেলায় মোবাইল ভ্যানের মাধ্যমে বেকার যুবদের কম্পিউটার ট্রেডে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ
প্রদান করা হয়ে থাকে।
*ইম্পপাওয়ারমেন্ট প্রকল্পঃ-
দেশের ২ টি জেলায় (কক্সবাজার ও সিলেট) যুব সংগঠনের দ্বারা যুবদের প্রজনন স্বাস্থ্য , এইচ আইভি এইডস ও জেন্ডার সচেতনতা বৃদ্ধিতে
প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বর্ষপঞ্জি
ক্রমিক নং |
প্রশিঃ ট্রেঃ নাম |
কোর্সের মেয়াদ |
ব্যাচ প্রতি কোর্স ফি |
শিক্ষাগত যোগ্যতা |
ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশের সম্ভাব্য তারিখ |
আসন সংখ্যা |
মন্তব্য |
০১. |
কম্পিউটার বেসিক কোর্স |
৬ মাস |
১০০০/- |
ন্যূনতম এইচ,এস,সি |
জুনের ১৫ - ২৫ তারিখ এবং ডিসেম্বরের ১৫-২৫খ্রিঃ তারিখ |
৪০ জন |
কোসগুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রধান কার্যালয় ও স্থানীয় ভাবে প্রকাশ হয়ে থাকে। |
০২. |
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং |
৬ মাস |
৩০০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
জুনের ১৫ - ২৫ তারিখ এবং ডিসেম্বরের ১৫-২৫খ্রিঃ তারিখ |
৩০ জন |
|
০৩. |
ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়া্যরিং |
৬ মাস |
৩০০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
জুনের ১৫ - ২৫ তারিখ এবং ডিসেম্বরের ১৫-২৫খ্রিঃ তারিখ |
৩০ জন |
|
০৪. |
ইলেকট্রনিক্স |
৬ মাস |
৩০০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
জুনের ১৫ - ২৫ তারিখ এবং ডিসেম্বরের ১৫-২৫খ্রিঃ তারিখ |
৩০জন |
|
০৫. |
পোষাক তৈরী (মহিলাদের জন্য) |
৩ মাস = ২টি ব্যাচ, ৬ মাস = ১টি ব্যাচ
|
৫০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
০৬ মাসের ব্যাচটি ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং ৩ মাসের ব্যাচ জুন ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে |
৪০ জন |
|
০৬. |
মৎস্যচাষ |
১ মাস |
৫০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
প্রতি মাসের শেষ সপ্তাহে |
ন্যূনতম ২৫ জন |
|
০৭. |
গবাদী পশু, হাঁস মুরগী পালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ |
২ মাস ১৫ দিন আবাসিক ১ মাস অনাবাসিক |
১০০/- |
ন্যূনতম ৮ম শ্রেনী |
জুলাই, অক্টোবর,জানুয়ারী ও এপ্রিল মাসের ১ম সপ্তাহে |
৪০ জন |
উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহের তালিকা (রাজস্বখাত)
ক্রমিক নং |
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের নাম |
মেয়াদ |
মন্তব্য |
১ |
পারিবারিক হাঁস-মুরগী পালনঃ- |
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার
কার্যালয় হতে স্থানীয়ভাবে ভর্তি
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। |
ব্রয়লার পালন ও খামার স্থাপন |
৭/১৪/২১ দিন |
||
লেয়ার মুরগী পালন ও খামার স্থাপন |
ঐ |
||
উন্নত মানের হাঁস পালন ও খামার স্থাপন |
ঐ |
||
কোয়েল পালন |
ঐ |
||
২ |
গবাদীপশু পালনঃ |
|
|
গরু মোটাতাজাকরণ |
৭/১৪/২১ দিন |
||
গাভী পালন |
ঐ |
||
ছাগল পালন |
ঐ |
||
৩ |
মৎস্য চাষ বিষয়কঃ |
|
|
মৎস্য চাষ |
৭/১৪/২১ দিন |
||
চিংড়ি চাষ |
ঐ |
||
৪ |
কৃষি বিষয়কঃ |
|
|
শাক-সব্জি চাষ(শীত ও গ্রীষ্মকালীন) |
৭/১৪/২১ দিন |
||
নার্সারি সৃজন/ব্যবস্থাপনা |
ঐ |
||
বনায়ন |
ঐ |
||
৫ |
কর্সংস্থান ও আত্মকর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্ক্রম জোরদার করণ প্রকল্প বিষয়কঃ- |
|
|
পাটজাত দ্রব্য সামগ্রী তৈরীকরন |
৭/১৪/২১ দিন |
||
বাঁশ ও বেতের সামগ্রী তৈরীকরন |
ঐ |
||
মোমবাতি তৈরীকরন |
ঐ |
||
উন্নত চুলা তৈরীকরন |
ঐ |
||
মৃৎশিল্প, ওয়ালম্যাট তৈরীকরন |
ঐ |
||
মৌমাছি পালন |
ঐ |
||
রিক্সা অটো রিক্সা ভ্যান মোটর সাইকেল মেরামত, |
ঐ |
||
সেচ যন্ত্র মেরামত |
ঐ |
||
নকশী কাঁথা তৈরীকরন |
ঐ |
||
মোবাইল ফোন মেরামত, |
ঐ |
||
বাটিক ও ব্লক প্রিন্টিং |
ঐ |
||
বয়ন শিল্প (উইভিং) |
ঐ |
*জেলাকার্যালয়ের আওতাধীন শুরু হতে ৩১ ডিসেম্বর ২০১৬ এর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সার্বিক তথ্যঃ-
ক্রমিক নং |
ট্রেডের নাম ও মেয়াদ |
শুরু হতে ৩১ ডিসেম্ব ২০১৬ পর্যন্ত অগ্রগতি |
মন্তব্য |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|
||
১। |
মৎস্যচাষ ১ মাস |
১২১৭ জন |
৪০৩ জন |
১৬২০ জন |
০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
২। |
পোশাক তৈরী ৩/৬ মাস |
৬০ জন |
১২২০ জন |
১২৮০ জন |
২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
৩। |
কম্পিউটার বেসিক ৬ মাস |
৮৩০ জন |
৪২৮ জন |
১২৫৮ জন |
৪৯ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
৪। |
ইলেকট্রিক্যাল ৬ মাস |
১৯৩ জন |
- |
১৯৩ জন |
প্রশিক্ষক/সহকারী প্রশিক্ষক না থাকায় ট্রেডটি বন্ধ আছে |
৫। |
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ৬ মাস |
৩৬৫ জন |
০৩ জন |
৩৬৮ জন |
২৬ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
৬। |
ইলেকট্রনিক্স |
২৫৪ জন |
১৫ জন |
২৬৯ জন |
২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
৭। |
নেটওয়ার্কিং প্রকল্প (বেসিক কম্পিউটার কোর্স)১ মাস/ ১০ দিন |
২৫১ জন |
১১৯ জন |
৩৭০ জন |
- |
৮। |
গবাদী পশু, হাঁসমুরগী পালন,মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ ২মাস ১৫ দিন/ ১ মাস |
- |
- |
৫১৫৪ জন |
৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে চলমান |
|
সর্ব মোট |
- |
- |
- |
|
*উপজেলা ভিত্তিক অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণের শুরু হতে ৩১ ডিসেম্বর ২০১৬ এর প্রশিক্ষণের সার্বিক তথ্যঃ-
ক্রমিক নং |
উপজেলার নাম |
শুরু হতে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত অগ্রগতি |
মন্তব্য |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|
||
০১। |
সদর |
১৮৬৬ জন |
২০৩৩ জন |
৩৮৯৯ জন |
|
০২। |
নলছিটি |
২৪৯৯ জন |
২২৭২ জন |
৪৭৭১ জন |
|
০৩। |
রাজাপুর |
৩১১৭ জন |
২৪১৮ জন |
৫৫৩৫ জন |
|
০৪। |
কাঠালিয়া |
২৯১৪ জন |
১৭৫১ জন |
৪৬৬৫ জন |
|
|
সর্বমোট |
১০৩৯৬ জন |
৮৪৭৪ জন |
১৮৮৭০ জন |
*ঋণ সংক্রান্ত তথ্যাদিঃ-
* ঋণ সেবা প্রদানঃ-
(ক) আত্মকর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে ব্যক্তি কেন্দ্রিক ঋণকার্যক্রম।
(খ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে দল কেন্দ্রিক ঋণ কার্যক্রম।
(গ) কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদারকরণ কর্মসূচিভিত্তিক ঋণদান কার্যক্রম।
(ক) আত্মকর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে ব্যক্তি কেন্দ্রিক ঋণকার্যক্রমঃ-
*এ কর্মসূচি থেকে ঋণ প্রাপ্তির শর্তাবলী নিম্নরুপঃ-
১। |
আগ্রহী বেকার যুব/যুব মহিলাকে অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক যে কোন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। |
২। |
তিনি যে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তা বাস্তবায়নের জন্য নিজস্ব সম্পদ বিনিয়োগ করে পরীক্ষামূলক প্রকল্প গড়ে তুলবেন। |
৩। |
স্বাভাবিক প্রকল্পকে সম্প্রসারণের জন্য তিনি অধিদপ্তর হতে ঋণ প্রত্যাশী হতে পারবেন। |
৪। |
ঋণ প্রত্যাশীর পক্ষে তার বাবা/মা অথবা আত্মীয়তার অধঃক্রমে যে কেউ ০১ জন, ঋণ গ্রহীতার ঋণ ফেরত এবং প্রকল্প তদারকীর নিশ্চয়তা প্রদানকরবেন ৩০০/- নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। |
০৫। |
নিশ্চয়তাকারীর নিশ্চয়তার সমর্থনে তার স্থাবর সম্পত্তির (নূন্যপক্ষে তিনি যে পরিমান টাকার জন্য নিশ্চয়তা প্রদান করবেন তার দ্বিগুন মূল্যমানের) মূলদলিল, পর্চা ও হাল-নাগাদ দাখিলা জমা দেয়ার সামর্থ রাখবেন। |
০৬। |
আবেদনের সাথে তিনি যে কাজ করতে চান তার একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। |
০৭। |
আবেদনের সাথে আবেদন কারীর সত্যায়িত ছবি(২কপি)নাগরিকত্ব/জাতীয় পরিচয়পত্র,জন্ম সনদের সত্যায়িত কপি, প্রশিক্ষণের মূল সনদ জমা দিতে হবে। |
*ঋণ প্রত্যাশীর করনীয়ঃ-
০১। অধিদপ্তরের যে কোন কেন্দ্র থেকে প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের তিন বছরের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে পরীক্ষা মূলক প্রকল্প স্থাপনের পর ঋণ সুবিধা পেতে চাইলে উপজেলা যুব উন্নয়ন অফিসে তার প্রশিক্ষণ এবং প্রকল্পের বাস্তব অবস্থা, ঠিকানা, নিশ্চতাকারীর নাম ঠিকানা উলেখ করে সাদা কাগজে দরখাস্ত জমা দিতেহবে।
০২। দরখাস্ত জমার ২১ দিনের মধ্যে উপজেলা অফিস তাদের অভ্যন্তরীন কার্যাদি শেষে আবেদনকারীকে জানাবেন তিনি ঋণ পাওয়ার যোগ্য বা যোগ্যনন। আবেদনকারী ঋণ প্রাপ্তির যোগ্য বিবেচিত হলে তাকে উপজেলা কার্যালয় থেকে নগদ ২০/- বিনিময়ে নির্ধারিত আবেদনপত্র ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ পূর্বক তার দুই সেট (সকল কাগজ পত্র সহ) জমা দিতে হবে।
০৩। অপ্রাতিষ্ঠানিক (স্বল্প মেয়াদি) প্রশিক্ষণ প্রাপ্ত গণ প্রচলিত বিধি মাফিক ১ম দফায় সর্বোচ্চ ৩০০০০/- ২য় দফায় সর্বোচ্চ ৪০০০০/- ৩য় দফায় সর্বোচ্চ ৫০০০০/- এবং প্রাতিষ্ঠানিক (দীর্ঘ মেয়াদি) প্রশিক্ষণ প্রাপ্ত গণ ১ম দফায় সর্বোচ্চ ৫০,০০০/- টাকা ঋণ প্রত্যাশিত হতে পারেন। প্রথমবার সফলভাবে ঋণ পরিশোধের পর ২য় বার এবং ২ বার পরিশোধের পর ৩য় বার পর্যন্ত ঋণ গ্রহণ করা যাবে (নির্ধারিত সিলিং এর মধ্যে)।যুব উন্নয়ন অদিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব সমিতিকে ১ম দফায় ২৫০০০/- থেকে ১০০০০০/- ২য় দফায় সর্বোচ্চ ৭৫০০০/-৩য় দফায় সর্বোচ্চ ১০০০০০/- পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
(খ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে দল কেন্দ্রিক ঋণ কার্যক্রমঃ-
বছরের শুরুতে প্রধান কার্যালয়ের দিক নির্দেশনায় উপজেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ক্রেডিট সুপার ভাইজার উপজেলা কার্যালয় থেকে দূরত্ব, যোগাযোগ সুবিধা ও গ্রামের স্থানীয় চাহিদা বিবেচনায় একটি গ্রামের ২০-২৫টি পরিবারকে নিধারিত ফরমে জরিপ করে সদস্য নির্বাচন করে থাকে।
জরিপকৃত এ সদস্যদেরকে নিম্নলিখিত যোগ্যতা ভিত্তিতে নির্বাচন করা হয়ঃ-
০১। একই পরিবারের বেকার (ছাত্র-ছাত্রী,চাকুরীজীবী ও জন প্রতিনিধি ছাড়া)- সদস্যগণ যাদের বয়স ১৮-৪৫ বছর।
০২। সদস্যদের পরিবারে স্থাবর/অস্থাবর সম্পত্তির মূল্য ২লক্ষ টাকার কম।
০৩। পরিবারের বার্ষিক মোট আয়-৫০০০০/- কম।
০৪। আবাদ যোগ্য ভূমির পরিমান এক একরের কম।
০৫। ঐ এলাকার স্থায়ী বাসিন্দা এবং স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।
০৬। প্রত্যেক পরিবার হতে ৫ জন সদস্য নিয়ে গ্রুপ গঠন, সম্ভব না হলে নিকট আত্মিয় বা প্রতিবেশীকে সহ ২ জন সদস্য নিয়ে ১টি গ্রুপ করা হয়। এরুপ ৮-১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র করা হয়। কেন্দ্রে কেন্দ্র প্রধান ও কেন্দ্র সচিব থাকেন। দলের প্রতিজন সদস্যকে নিয়মিত ঋণ পরিশোধের ভিত্তিতে ১ম বছর সর্বোচ্চ ১০০০০/- ২য় বছর সর্বোচ্চ ১৫০০০/- ৩য় বছর সর্বোচ্চ ২০০০০/- ৪র্থ ও ৫ম দফায় ঋণ বিতরণ করার বিধান আছে। ঋণের সার্ভিস চার্জ ১০%।
শুরু থেকে ৩১ ডিসেম্বর/১৫ পর্যন্ত এবং ২০১৫- ২০১৬ অর্থ বছরে উপজেলা ভিত্তিক জেলার ঋণ সংক্রান্ত অগ্রগতির তথ্যঃ-
(ক) আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ-
ক্রমিক নং |
উপজেলার নাম |
মোট বরাদ্দ |
শুরু হতে ৩১ ডিসেম্বর/১৬পর্যন্ত বিতরণ |
উপকার ভোগীর সংখ্যা |
২০১৬- ২০১৭ অর্থ বছরে বিতরণ (চলতি অর্থবছর) |
ক্রমপুঞ্জিত আদায় |
ক্রমপুঞ্জিত আদায় হার |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|||||||
১। |
সদর |
|
১৯২১৫৫০০/- |
৩৬৬ জন |
৩০৯ জন |
৬৭৫ জন |
১৪৪৫০০০/- |
১৪৮৯৫৬৯৪/- |
৯৬% |
২। |
নলছিটি |
|
১৭৩০৯০০০/- |
৪৫২ জন |
২৯৮ জন |
৭৫০ জন |
১৭৯০০০০/- |
১৪০৩৪০০১/- |
৯৯% |
৩। |
রাজাপুর |
|
১০৩০০২০০/- |
৪৪২ জন |
২১৪ জন |
৬৫৬ জন |
৩৭৫০০০/- |
৭২১৭৪০০/- |
৮৯% |
৪। |
কাঠালিয়া |
|
১৯০১৮৫০০/- |
৫৭১ জন |
৩৯৮ জন |
৯৬৯ জন |
১৯৪৫০০০/- |
১৫৪৯৭৭১৫/- |
৯৯% |
|
সর্বমোট |
|
৬৫৮৪৩২০০/- |
১৮৩১ জন |
১২১৯ জন |
৩০৫০ জন |
৫৫৫৫০০০/- |
৫১৬৪৪৮১০/- |
- |
(খ) পরিবার ভিত্তিক কর্মসংস্থান (ঋণ কর্মসূচী)
ক্রমিক নং |
উপজেলার নাম |
মোট বরাদ্দ |
শুরু হতে ৩১ ডিসেম্বর/১৬ পর্যন্ত বিতরণ |
উপকার ভোগীর সংখ্যা |
২০১৫- ২০১৬ অর্থ বছরে বিতরণ(চলতি অর্থবছর)) |
ক্রমপুঞ্জিত আদায় |
ক্রমপুঞ্জিত আদায় হার |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|||||||
১। |
রাজাপুর |
২৯৯৫৪৬৫/- |
৩১৯৫৮২৬৩/- |
১৪৬১ জন |
৮৬৬ জন |
২৩২৭ জন |
১৫৬০০০০/- |
২৮৮৫৬৫৬৩/- |
৯৩% |
২। |
নলছিটি |
২০০০০০০/- |
১০৮৫০০/- |
৪৩ জন |
২২ জন |
৬৫ জন |
/- |
৮৮৩৬০০/- |
১০০% |
৩। |
কাঠালিয়া |
২০০০০০০/- |
৮৭৫০০০/- |
২০ জন |
৩০ জন |
৫০ জন |
৩৭৫০০০/- |
৫৬৭৫০০/- |
১০০% |
|
মোট |
৬৯৯৫৪৬৫/- |
৩৩৯১৮২৬৩/- |
১৫২৪ জন |
জন |
২৩৪২ জন |
১৭১৫০০০/- |
২৭৭৩১৪৫৩/- |
১০০% |
(গ) কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদারকরণ কর্মসূচী
ক্রমিকনং |
উপজেলারনাম |
মোটবরাদ্দ |
শুরুহতে৩১ডিসেম্বর/১পর্যন্তবিতরণ |
উপকারভোগীরসংখ্যা |
২০১৫- ২০১৬ অর্থবছরেবিতরণ(চলতিঅর্থবছর)) |
ক্রমপুঞ্জিত আদায় |
ক্রমপুঞ্জিতআদায়হার |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|||||||
১। |
সদর |
|
৯৯০০০/- |
০২জন |
০২জন |
০৪জন |
০০ |
৮১০৯৪/- |
১০০% |
২। |
নলছিটি |
|
৩০০০০০/- |
১১জন |
০১জন |
১২জন |
০০ |
২৪৮৮১০/- |
১০০% |
৩। |
রাজাপুর |
|
৫০০০০/- |
০জন |
০২জন |
০২জন |
০০ |
০০ |
০০ |
৪। |
কাঠালিয়া |
|
৯৯০০০/- |
০২জন |
০২জন |
০৪জন |
০০ |
৯১৯২৩/- |
১০০% |
মোট | ৫৪৮০০/- | ১৫ জন | ০৭ জন | ২২ জন | - | ৪২১৮২৭ | - |
*যুব সংগঠন তালিকা ভূক্ত করণঃ-
যে, সকল যুব সংগঠন সমাজের আর্থসামজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং যুবদের ইতিবাচক পরিবর্তনে কাজ করছে সেই সকল যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর তালিকা ভূক্ত করে থাকে। এ পর্যন্ত ১৭৪ টি যুব সংগঠনকে তালিকাভূক্ত করা হয়েছে।
*যুব সংগঠনকে অনুদান প্রদানঃ-
যুব সংগঠন যাতে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে যুবদের স্বাবলম্বী করে তুলতে পারে সে জন্য যুবক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। এছাড়াও সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়। যুব কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত ৭০টি যুব সংগঠনকে মোট ৭৮০৩৩৫ টাকা বিতরণ করা হয়েছে। অনুন্নয়ন খাত থেকে ০৯টি যুব সংগঠনকে মোট ৬৬৩৩৫ টাকা ানুদান প্রদান করা হয়েছে।
*জাতীয় যুব পুরুস্কারঃ-
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রকল্প গ্রহণের মাধ্যমে যে সকল যুবরা আত্মকর্মসংস্থানে সফলতা অর্জন করে নিজেকে স্বাবলম্বী করেছেন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন তাদেরকে জাতীয় পুরুস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়া সংগঠনের সফল সংগঠককে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
*ঝালকাঠী জেলার যুব পুরস্কার প্রাপ্তদের হালনাগাদ তথ্যঃ-
ক্রমিক নং |
উপজেলার নাম |
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আত্মকর্মী/সংগঠকের নাম ও ঠিকানা |
পুরস্কার প্রাপ্তির সন |
বর্তমানে তিনি কি করেন |
জাতীয় পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মীর/সংগঠকের মোবাইল নং |
১। |
ঝালকাঠি সদর |
জনাব মোঃ গাজী শহিদুল ইসলাম পিতাঃ আঃ জলিল গাজী, মাতা- সাহাবানু, গ্রাম+পোঃ কীত্তিপাশা, উপজেলা ও জেলাঃ ঝালকাঠি। |
২০০০ খ্রিঃ |
আত্মকর্মসংস্থানে নিয়োজিত |
০১৭১২৮৭৯৩৩৮৭ |
২। |
ঐ |
জনাব মোঃ জিয়াউর রহমান চৌধুরী , পিতা- মোঃ মুশফিকুর রহমান চৌধুরী, মাতা- রাজিয়া বেগম, ২৮ মসজিদবাড়ী রোড, ঝালকাঠি। |
২০১১ খ্রিঃ |
ঐ |
০১৭১১২৮৬৩৪৯ |
৩। |
ঐ |
জনাব মোঃ ফয়সল রহমান, নির্বাহী পরিচালক, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ১৫ স্টেশন রোড, ঝালকাঠি। |
২০১৩ খ্রিঃ |
সংগঠক হিসাবে নিয়োজিত |
০১৭১২০৭৯২২৫ |
৪। |
নলছিটি |
জনাব কাওসার হোসেন (মিন্টু) মৃধা, পিতা-মৃতঃ আমজেদ মৃধা, গ্রাম+পোঃ পাওতা, নলছিটি, ঝালকাঠি। |
১৯৯৮ |
চাকুরীরত |
০১৭৭১৬২৯২৫৬ |
৫। |
ঐ |
জনাব এইচ, এম, আক্তারুজ্জামান (বাচ্চু), পিতা- মৃত জহির উদ্দিন, পুরাতন পোষ্ট অফিস, দুমাউস ভবন, নলছিটি, ঝালকাঠি। |
২০১০ খ্রিঃ |
ঐ |
০১৭১২১৭৪৬৯৯ |
৬। |
রাজাপুর |
জনাব মোঃ জাহাঙ্গীর কবির আকন্দ, গ্রামঃ বড়াইয়া, পোঃ নিজামিয়া, রাজাপুর, ঝালকাঠি। |
১৯৯৭ খ্রিঃ |
আত্মকর্মসংস্থানে নিয়োজিত |
০১৭৫৮৬৭৬৫৬৪ |
৭। |
কাঠালিয়া |
জনাব মোসাঃ আসমা বেগম, মতৃছায়া মহিলা কল্যাণ সমিতি, গ্রামঃ দঃ কৈখালী (বান্দাঘাটা), পোঃ বীণাপানি, কাঠালিয়া, ঝালকাঠি। |
১৯৯৯ খ্রিঃ |
পোশাক তৈরী ও নকশী কাথার কাজ করেন। |
০১৭৫২০৩৮৫০২ |
জনবলের তথ্যাদিঃ
জেলা কার্যালয়ঃ- (রাজস্বখাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১ |
উপপরিচালক |
১ |
০ |
১ |
২ (দুই) জন সহকারী পরিচালকের মধ্যে ১(এক)জন উপপরিচালক(চঃদাঃ)হিসাবে কর্মরত আছেন। |
২ |
সহকারী পরিচালক |
২ |
২ |
- |
|
৩ |
উচ্চমান সহকারী |
১ |
১ |
- |
|
৪ |
ডাটাএন্টি অপারেটর |
১ |
১ |
- |
|
৫ |
ড্রাইভার |
১ |
১ |
- |
|
৬ |
এম.এল.এস.এস |
২ |
২ |
- |
|
৭ |
নৈশ প্রহরী কাম ফরাস |
১ |
১ |
- |
|
|
মোটঃ |
৯ জন |
৮ জন |
১ জন |
পোশাক তৈরী প্রশিক্ষণ কেন্দ্র(রাজস্বখাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
প্রশিক্ষক (পোশাক) |
১ |
১ |
- |
প্রশিক্ষক (পোশাক) প্রেষণে বরিশাল জেলা কার্যালয় কর্মরত রয়েছেন। |
২. |
জুনিয়র প্রশিক্ষক (পোশাক) |
১ |
১ |
- |
|
৩. |
গার্ড |
১ |
১ |
- |
|
|
মোটঃ |
৩ জন |
৩ জন |
- |
মৎস্যচাষ প্রশিক্ষণ কেন্দ্র(রাজস্বখাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
প্রশিক্ষক (মৎস্য) |
১ |
১ |
- |
|
|
মোটঃ |
১ জন |
১ জন |
|
|
যুব প্রশিক্ষণ কেন্দ্র(রাজস্বখাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
ডেপুটি কো - অর্ডিনেটর |
১ |
- |
১ |
|
২. |
কমিউনিটি ডেভঃ অফিসার |
১ |
১ |
- |
|
৩. |
সিনিয়র প্রশিক্ষক |
৩ |
২ |
১ |
|
৪. |
প্রশিক্ষক |
৩ |
২ |
১ |
|
৫. |
প্রধান সহকারী কাম হিসাব রক্ষক |
১ |
১ |
- |
|
৬. |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর |
১ |
১ |
- |
|
৭. |
মৎস্য সহকারী |
১ |
১ |
- |
ডেপুটেশনে এক জন |
৮. |
ইলেকঃ কাম পাম্প অপারেটর |
১ |
১ |
- |
|
৯. |
বাবুর্চি |
১ |
১ |
- |
|
১০. |
কিচেন এ্যাটেনডেন্ড |
৩ |
৩ |
- |
|
১১. |
পোল্ট্রি এন্ড ক্যাটল এ্যাটেনডেন্ট |
১ |
১ |
- |
|
১২. |
এম.এল.এস.এস |
১ |
১ |
- |
|
১৩. |
ফরাস কাম নৈম প্রহরী |
১ |
- |
১ |
|
১৪. |
ঝাড়ুদার |
২ |
২ |
- |
|
|
মোটঃ |
২১ জন |
১৭ জন |
৪ জন |
|
সমাপ্ত বেকার যুবদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (উন্নয়ন খাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
প্রশিক্ষক (কম্পিউটার) |
১ |
- |
১ |
|
২. |
সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) |
১ |
১ |
- |
|
৩. |
এম.এল.এস.এস.কাম গার্ড |
১ |
১ |
- |
|
|
মোটঃ |
৩ জন |
২ জন |
১ জন |
|
সমাপ্ত অবশিষ্ট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (উন্নয়ন খাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
প্রশিক্ষক |
৩ |
১ |
২ |
|
২. |
সহকারী প্রশিক্ষক |
৩ |
২ |
১ |
|
৩. |
হেলপার কাম গার্ড |
১ |
১ |
- |
|
|
মোটঃ |
৭ জন |
৪ জন |
৩ জন |
|
উপজেলার কাঠামো
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
মন্তব্য |
০১। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা |
১ জন |
|
০২। |
ক্রেডিট সুপার ভাইজার |
৩ জন |
|
০৩। |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর |
১ জন |
|
০৪। |
ক্যাশিয়ার |
১ জন |
|
০৫। |
এম, এল, এস, এস |
১ জন |
|
|
মোট |
৭ জন |
|
উপজেলা কার্যালয় (রাজস্ব খাত)
ক্রমিক নং |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
মন্তব্য |
১. |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা |
৪ |
৪ |
- |
|
২. |
ক্রেডিট সুপারভাইজার |
১২ |
১০ |
২ |
|
৩. |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর |
৪ |
৪ |
- |
|
৪. |
ক্যাশিয়ার |
৪ |
১ |
৩ |
|
৫. |
এম.এল.এস.এস |
৪ |
৪ |
- |
|
|
মোটঃ |
২৮ জন |
২৩ জন |
৫ জন |
|
মিজানুর রহমান উপপরিচালক (চলতি দায়িত্ব) যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি |
|